ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরার মহম্মদপুরে নসিমন চাঁপায় শিশু নিহত

মাগুরা মহম্মদপুরে ইট বোঁঝায় নসিমনের চাঁপায় এক শিশু নিহত হয়েছে।মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির দরিসালধা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বড় বোন সানজিদা(৭) এর সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে মায়ের জ্বালানি (খড়ি) আনা দেখছিল দুই বোন,এ সময় চাকুলিয়া এতিম ভাটা থেকে ইট বোঝায় করে নসিমন মিঠাপুরের দিকে যাওয়ার সময় শিশুটির বাড়ীর সামনে থেকে তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই শিহাব শেখের ২য় কণ্যা সামিয়া(২) এর মৃত্যু হয়।
এলাকাবাসী ঘাতক নসিমন চালক উপজেলার রাজাপুর ইউপির ঝগুড়দিয়া গ্রামের রুহুল আমিন আমীনের পুত্র রেজাউল ও তার সাথে থাকা আপর নসিমন চালককে গাড়ী সহ আটক করে,চালক দুই জন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।পরে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে নসিমন দুটি জব্দ করে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
নিহতের দুই চাচি(কাকি)শিরিনা ও নাসিমা বলেন, তারা দুই বোন রাস্তার পাশে দাঁড়িয়ে তার মায়ের খড়ি আনা দেখছিলো নসিমন খুব জেরেরসাথে এসে সামিয়াকে চাঁপা দেয় এতে তার বুকের বাম পাশে আঘাত লেগে মড়াত করে ওঠা প্রচন্ড শব্দ আমরা শুনতে পাই,দৌঁড়ে যেয়ে তাকে উঠিয়ে পানি মুখে দিতে গেলে সে নিস্তেজ হয়ে যায় এবং কোন নড়াচড়া করতে দেখা যায়নি,মন মানে না তাই তাকে নহাটা বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রতনুজ্জামান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক নসিমনসহ দুটি গাড়ী আমরা আটক করি,মামলার প্রস্তুতি চলছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন পরিবারের পক্ষ থেকে যদি মামলা না করা হয় সে ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

মাগুরার মহম্মদপুরে নসিমন চাঁপায় শিশু নিহত

আপডেট টাইম : ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
শফিকুল ইসলাম জীবন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ :
মাগুরা মহম্মদপুরে ইট বোঁঝায় নসিমনের চাঁপায় এক শিশু নিহত হয়েছে।মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির দরিসালধা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বড় বোন সানজিদা(৭) এর সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে মায়ের জ্বালানি (খড়ি) আনা দেখছিল দুই বোন,এ সময় চাকুলিয়া এতিম ভাটা থেকে ইট বোঝায় করে নসিমন মিঠাপুরের দিকে যাওয়ার সময় শিশুটির বাড়ীর সামনে থেকে তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই শিহাব শেখের ২য় কণ্যা সামিয়া(২) এর মৃত্যু হয়।
এলাকাবাসী ঘাতক নসিমন চালক উপজেলার রাজাপুর ইউপির ঝগুড়দিয়া গ্রামের রুহুল আমিন আমীনের পুত্র রেজাউল ও তার সাথে থাকা আপর নসিমন চালককে গাড়ী সহ আটক করে,চালক দুই জন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।পরে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে নসিমন দুটি জব্দ করে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
নিহতের দুই চাচি(কাকি)শিরিনা ও নাসিমা বলেন, তারা দুই বোন রাস্তার পাশে দাঁড়িয়ে তার মায়ের খড়ি আনা দেখছিলো নসিমন খুব জেরেরসাথে এসে সামিয়াকে চাঁপা দেয় এতে তার বুকের বাম পাশে আঘাত লেগে মড়াত করে ওঠা প্রচন্ড শব্দ আমরা শুনতে পাই,দৌঁড়ে যেয়ে তাকে উঠিয়ে পানি মুখে দিতে গেলে সে নিস্তেজ হয়ে যায় এবং কোন নড়াচড়া করতে দেখা যায়নি,মন মানে না তাই তাকে নহাটা বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রতনুজ্জামান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক নসিমনসহ দুটি গাড়ী আমরা আটক করি,মামলার প্রস্তুতি চলছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন পরিবারের পক্ষ থেকে যদি মামলা না করা হয় সে ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।

প্রিন্ট