মানিকগঞ্জে বরংগাইল যত্রতত্র তৈরি হচ্ছে অবৈধ অটোরিকশা, বাড়ছে যানজট কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই মানিকগঞ্জ আবাদে তৈরি হচ্ছে এই অবৈধ অটোরিকশা থ্রি হুইলার। প্রতিদিন শতশত বিভিন্ন কালারের অটোরিকশা বানিয়ে রাস্তায় ছাড়ছে কিছু অসাধু ওয়ার্কসপ মালিকরা। এর প্রভাবে যানজটের সৃষ্টি হচ্ছে পুড়ো নগরী জুড়ে।
মানিকগঞ্জের নগরী এখন অটোরিক্সার নগরীতে পরিণত হয়েছে। প্রতিদিন অলিগলি থেকে শুরু করে সড়ক মহাসড়ক ওখানেই এই অটোরিকশার দাপট। এসব অটোরিকশার বৈধ কাগজপত্র না থাকায় সরকার হারাচ্ছে মোটা অংকের রাজত্ব।
তেমনি প্রতিদিন সড়কজুড়ে একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আইনের তোয়াক্কা না করে অনেক অটোরিকশার মালিক প্রশিক্ষণ ছাড়াই অল্প বয়সি ও বৃদ্ধ বয়সি চালকদের হাতে তুলে দিচ্ছেন অটোরিকশা ফলে তারা অদক্ষতার কারণে যানজটের পাশাপাশি বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। মানিকগঞ্জে বিভিন্ন বাস টার্মিনাল এলাকায় এই অটোরিকশা তৈরি করা হচ্ছে।
সূত্রে জানা যায়, মানিকগঞ্জ বরংগাইল পাঁচ বছর যাবত মদিনা ওয়াকসপ, স্টার ওয়ার্কসপ, রাজ্জাক মিয়া, হারুন সরকার এই অটোরিকশা দেদারসে তৈরি করে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়ার্কসপ মালিক বলেন, আমরা শুধু কাস্টমারদের কাছ থেকে অটো তৈরির অর্ডার নেই তারপর পছন্দ অনুযায়ী সেগুলো বানিয়ে দেই। এখন তারা যদি সরকারের অনুমতি না নিয়ে সেগুলো রাস্তায় ছাড়ে সেখানে আমাদের কি করা আছে।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।
প্রিন্ট