ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল চাপায় এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি ২০২৪ইং) বেলা আনুমানিক দেড়টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদীরপাড়া গ্রামের নওপাড়া-বোয়ালমারী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল ছাত্রীর নাম মাইশা খাতুন (০৯), পিতাঃ মোহাম্মদ হাবিব শেখ, গ্রাম: আলগাপাড়া,থানা: মধুখালী, জেলা: ফরিদপুর। সে কাদীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইশা বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে টিফিনে বাড়িতে যায়। সেখান থেকে রাস্তা পার হওয়ার সময় বোয়ালমারীর দিক থেকে ছেড়ে আসা অঙ্গাত নামা মোটরসাইকেল মাইশাকে চাপা দিয়ে চলে যায়। একই সাথে থাকা অন্য মোটরসাইকেলটি তার বুকের উপর দিয়ে চালিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হয়।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। মাইশার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন গ্রামবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
প্রিন্ট