ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় চুরি হওয়া ৩টি গরু ও চুরির কাজে ব্যবহৃত নাম্বারবিহীন পিকআপসহ আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে থানা এলাকার বিভিন্ন যায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে। এমতাবস্থায় টাঙ্গাইলের গারো বাজার টু – ফুলবাড়ীয়া সড়কে দ্রুত গতিতে নীল রঙ্গের একটি পিকআপ ৩টি গরুসহ ফুলবাড়ীয়ার দিকে রওনা হয়।
এতে পুলিশের এস আই ফেরদৌস ও এ এস আই জোবায়েদ সঙ্গীয় অফিসারবৃন্দের বিষয়টি সন্দেহজনক হলে তারা গাড়িটি ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে। পিকআপটি ব্যারিকেড ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে স্থানীয় কেশরগঞ্জ বাজারে ২টি গাভী, ১টি ষাড় গরু ও লোহা কাটার যন্ত্রসহ হাফিজুর রহমান (৩০) নামীয় চোর চক্রের সদস্যকে আটক করে। এসময় চোর চক্রের ২ সদস্য দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত গাইবান্দা জেলার সাদুল্যাপুর থানার রফিকুল ইসলামের পুত্র। এ ঘটনায় পুলিশের এ এস আই জোবায়েদ বাদি হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশের এ দুঃসাহসিক অভিযানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঘাটাইল উপজেলার রসুলপুরের বাসিন্দা গরুর মালিক কামাল হোসেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বিডি ২৪ লাইভকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রিন্ট