মানিক কুমার দাসঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় কীটনাশক পান করে সাবিনা ইয়াসমিন নামক (৪০) এক গৃহবধূ আত্মহত্যা করেন।
জানা গেছে দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন উক্ত গৃহবধূ এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে।তার স্বামীর নাম ফরিদুজ্জামান সাং চরডাঙ্গা, থানা – আলফা ডাঙ্গা জেলা-ফরিদপুর।
.
জানা গেছে গত ২৮ মার্চ সকাল অনুমানিক ১০.৩০ মিনিটের দিকে তিনি বসতবাড়ির পশ্চিম পোতার ঘরের দক্ষিণ পাশের রুমের ভিতর ঘাস মারা কীটনাশক ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর আশ পাশের লোকজন টের পেয়ে তাকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় । সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে।
.
এবং ফরিদপুর থেকে ঢাকায় রেফার করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
গতকাল রবিবার ২৯ মার্চ রাত আনুমানিক ১১.০০ টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ল্যাবএ্যাইড হাসপাতালে নেওয়ার সময় ১১.৪৫ মিনিটে পথেই মৃত্যুবরণ করে।
.
এরপর মৃত দেহটি ঢাকা হতে আলফাডাঙ্গা নিজ বাড়িতে নিয়ে আসে। মৃতদেহটি বর্তমানে তার স্বামীর বাড়িতে আছে। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে ।
প্রিন্ট