সেলিম সানোয়ার পলাশঃ
আবারও রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন । মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই স্বীকৃতি প্রদান করা হয়।
.
আজ রবিবার রাজশাহী জেলা পুলিশ আয়োজিত অপরাধ সভায় পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।
.
এর আগে, গত ১৭ এপ্রিল ২০২৫ সালে রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায়ও তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান। এবার পরপর দ্বিতীয়বার এই সম্মাননা তাঁর পেশাদারিত্ব ও ধারাবাহিক সফলতার প্রতিফলন।
.
ওসি রুহুল আমিন গোদাগাড়ী থানায় যোগদানের পর থেকেই মাদক বিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।
.
পুরস্কার গ্রহণের পর ওসি রুহুল আমিন বলেন, এই সম্মাননা গোদাগাড়ী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। জনগণের জন্য কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।
.
স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা জানান, ওসি রুহুল আমিন একজন মানবিক, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তাঁর নেতৃত্বে গোদাগাড়ী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি লাভ করেছে।
প্রিন্ট