মানিক কুমার দাসঃ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ঘটেছে । এ ঘটনায় আরো একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে , আজ রবিবার সন্ধ্যা সাতটায় ফরিদপুর মাগুরা মহাসড়কে রয়েল ফিল্ম স্টেশনের সামনে মাইক্রোবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষের উক্ত সড়ক দুর্ঘটনাটি ঘটে।
.
এ ঘটনায় অটোর যাত্রী মুজিবুর রহমান (৮৫) পিং মৃত ধনুউল্লাহ গ্রামঃ কবিরপুর থানা কোতোয়ালী জেলা ফরিদপুর। মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.
এ ব্যাপারে আরো জানা যায় , অটোটি কানাইপুর থেকে ফরিদপুরের দিকে আসছিল এবং মাইক্রোবাসটি ফরিদপুর থেকে মাগুরার দিকে যাবার সময় মুখোমুখি এর সংঘর্ষ ঘটে।
.
এ ঘটনায় অপর দুইজন আহত হয়েছেন তারা হলেন- রোকসানা আক্তার (৪০) স্বামীঃ আঃ গনি গ্রামঃ পূর্ব গঙ্গাবর্দী থানাঃ কোতোয়ালী জেলাঃ ফরিদপুর; মুন্নি আক্তার (২৭) স্বামীঃ লুৎফার রহমান গ্রামঃ গঙ্গাবর্দী থানাঃ ফরিদপুর। আহতরা মেডিকেল কলেজ হাসপাতাল ট্রমা সেন্টারে ভর্তি আছে।
.
কানাইপুর হাইওয়ে পুলিশ মৃত্যু ব্যক্তির সুরত হাল রিপোর্ট করেন । পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।
প্রিন্ট