বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মোল্লা ওরফে পাকিস্থান (৭৭) বাধ্যক্যজনিত কারনে রোববার (১৮-০২-২০২৪) সকাল সাড়ে ৭টায় নিজ বাড়িতে মরা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর গ্রামের বাসিন্দা মৃত লাল মিঞা মোল্লার ছেলে।
তার ছোট ভাই ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান রাষ্ট্রীয় মর্যাদায় সন্মান প্রদর্শন শেষে বিকেলে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।
চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, ১৯৪৭ সালের ১৪ আগষ্ট জন্ম নিয়েছিল বলে বাবা-মা নাম রেখেছিলেন আবুল কাশেম মোল্লা ওরফে পাকিস্থান।
প্রিন্ট