টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বিক্রি করার অভিযোগ অসাধু দুই বালি খেকোর বিরুদ্ধে। বালু উত্তোলনের কারনে নদীর দুই পাড় ধ্বসে ঝুকিতে রয়েছে ফসলি জমি ও বসত বাড়ি; এমনটাই বলছেন গ্রামবাসিরা।
নদিতে ড্রেজার বসানোর মূল হোতা স্থানীয় জন প্রতিনিধি (ইউপি মেম্বার) রফিক মিয়া ও কাসেম মিয়া। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ধলেশ্বরী নদীর বেহাল অবস্থা। গ্রামবাসীরা বলেন, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন না করলে ভরা মোসুমে নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হবে না।
সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কয়েক দফা অভিযান পরিচালনা করেছেন ড্রেজার মেশিনের বন্ধে। তারপরেও থামছে না অবৈধ বালু উত্তোলন ও বিক্রি। জন প্রতিনিধি হয়েও কিভাবে রফিক মেম্বার ও কাসেম মিয়া এভাবে অবৈধ কাজ করে যাচ্ছেন; তাদের খুঁটির জোর কোথায়! প্রশ্ন গ্রামবাসীর। দলীয় প্রভাব বিস্তার করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে ক্ষমতা বলে ভয়ে মুখ খুলতে পারছেন না অনেকেই।
- আরও পড়ুনঃ পুশব্যাকে ফিরবে ৪৫ অপরাধী!
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, যথাযথ সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট