নড়াইলে ডাক, কুরিয়ার সার্ভিস ও এক্সপোর্ট কার্গোর মাধ্যমে অবৈধ মাদক পাচার সনাক্ত ও রোধকল্পে নড়াইল জেলার সকল ডাক ও কুরিয়ার সার্ভিস এর ম্যানেজার ও প্রতিনিধিগণের সঙ্গে ‘অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি বেলা ১১ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে জেলা কার্যালয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সংশ্লিষ্ট ম্যানেজার ও প্রতিনিধিদের সঙ্গে ডাক, কুরিয়ার সার্ভিস ও এক্সপোর্ট কার্গো এর মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য রোধকল্পে মতবিনিময় করেন এবং অধিদপ্তর থেকে প্রাপ্ত SOP বিতরণ করেন।
এ সময় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ম্যানেজার,প্রতিনিধিদের বলেন, আপনাদের অফিসের মাধ্যমে অবৈধ মাদক যাতে সরবরাহ ও পাচার করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।
প্রিন্ট