ফরিদপুরের সালথায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘরে ঈদ সামগ্রী পৌছে দিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি)র কনিষ্ট পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
এবং করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালি গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের ঘরে সংসদ উপনেতার পক্ষে ঈদ সামগ্রী পৌছে দিন তিনি।
এর আগে সালথা সদর বাজারের পাশে বাইপাস সড়কে ফুটপাত উদ্বোধন ও সকাল ১১ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কতৃক প্রকাশিত স্মরনিকা “প্রতীতি” এর মোড়ক উন্মোচন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য সফিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান, সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ওহাব মিয়া, আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির আলী প্রমূখ।
উপজেলা নির্বাহী হাসিব সরকার জানান, উপজেলর ৮ টি ইউনিয়নের মোট ৯ হাজার ৪ শত ২৫ পরিবার প্রধান মন্ত্রীর দেওয়া ঈদ উপহার হিসাবে প্রত্যেকটি পরিবার ৪৫০ টাকা পাবে। এবং ৫ শত পরিবার পাবে চাল, সেমাই, চিনি, দুধ, নুডুস, সুজি প্যাকেট।
প্রিন্ট