কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর বাজারে চাল মজুতের দায়ে এক চাল ব্যবসায়ী ও কাগজপত্র ঠিক না থাকায় অপর দুই চাল বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার দুপুরের দিকে উপজেলার প্রাগপুর বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদুল ইসলাম জানান, প্রাগপুর বাজারে অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুত রাখায়, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপনন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন , ২০২৩ অনুসারে নজরুল ষ্টোর নামে একটি প্রতিষ্ঠান কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া একই বাজারে লাইসেন্স নবায়ন না করায় অপর দুই চাল ব্যবসায়ী যথাক্রমে সুজন ষ্টোর কে ১০হাজার টাকা ও রুবেল ষ্টোর কে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
প্রিন্ট