প্রথম নাতি মারা যাওয়ার পর মানত করেছিলেন,তার মতো পুত্র সন্তান হলে বাঘার মাজারে গিয়ে গরু কেটে খাওয়াবেন। সেই আশা পূর্ণ হওয়ায় ওয়াদা মাফিক গরু কেটে মানুষকে খাওয়ালেন দাদা হিরো সহিদুল।
তার বাড়ি উপজেলার পদ্মার চলাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের পালাশিফতেপুর গ্রামে।
জানা যায়, হিরো সহিদুলের ছেলে সোহেল রানার প্রথম পুত্র সন্তান হওয়ার পর মারা যায়। এর পর মানত করেন হিরো সহিদুল ইসলাম। পরে এক পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম রাখেন আবু সাঈদ। তার বয়স ৫ বছর পূর্ণ হয়েছে।
শুক্রবার(০৯-০২-২০২৪) বাঘার মাজারে এসে ২টা গরু কেটে খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়ান। ইউনিয়নটির শ্রমিকলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান জানান,২টা গরুর ৪ মণ মাংস হয়েছে। তার সাথে চাল.ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করে অন্তত ২ হাজার মানুষকে খাওয়ানো হয়েছে।
হিরো সহিদুল জানান,সমাজ সেবক আরিফ খান,ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান শিশির, ইউপি সদস্য জহুরুল ইসলামসহ নিকট আত্মীয়,প্রতিবেশি ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট