কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সেবনের অভিযোগে সোহেল (২১) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সোহেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম তাকে মাদক আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
- আরও পড়ুনঃ নলছিটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
দণ্ডপ্রাপ্ত যুবক সোনাইকান্দি গ্রামের মৃত লিটন আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে সোহেল নামে এক যুবককে আটক করে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে দৌলতপুর থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
প্রিন্ট