ফরিদপুরের মধুখালীতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে লাগা আগুনে বীর মুক্তিযোদ্ধার তিনটি দোকান-ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪ইং) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী সরদার পাড়া বাজারে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১১ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, ঘর মালিক বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন (৭০) পিতা মৃত বেলায়েত হোসেন, ভাড়াটিয়া মোঃ পলাশ হাওলাদার ( ৪২) পিতা সত্তার হালদার, মোঃ আকরাম মিয়া (৪০) পিতা সিরাজ মিয়া, সর্ব সাং মেগচামী, থানা মধুখালী, জেলা ফরিদপুর।
স্থানীয় সূত্রে জানা যায়, মেগচামী সরদার পাড়া বাজারে বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন এর মালিকানাধীন ৩টি দোকান খোলা অবস্থায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস ও মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে করে।
আগুনে ঘর মালিক বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেনের ঘরের সাটার, টিনের ছাউনি, ভাড়াটিয়া পলাশ হাওলাদারের সাউন্ড বক্স, পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডার এবং আকরাম মিয়ার কীটনাশক ও সারের দোকান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১১ লক্ষাধিক টাকা বলে ফায়ার সার্ভিস জানায়। আগুনে কোন ব্যক্তি আহত হয়নি।
প্রিন্ট