ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

হাসপাতালের বিছানায় কাঁদছেন মা, পুলিশ খুঁজছে শিশু

কুষ্টিয়ার দৌলতপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিনের শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে এই ঘটনার পর নবজাতক উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এদিকে সন্তান হারিয়ে হাসপাতালের বিছানায় বসে কাঁদছেন তার মা।

উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, দুপুর ১২টার দিকে ওই নারী হাসপাতালে ঢুকে ১টা ৪১ মিনিটে নবজাতককে কোলে নিয়ে বের হয়ে যান।এ বিষয়ে নবজাতকের মা সাফিয়া খাতুন বলেন, ‘আমার স্বামী স্থানীয় একটি বিড়ি তৈরি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

গত ৫ ফেব্রুয়ারি আমার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। এটাই আমার প্রথম সন্তান। গতকাল বুধবার দুপুরে আমার মায়ের কাছ থেকে বাচ্চাকে আদর করার কথা বলে কোলে নেন ওই নারী। মা পানি আনতে গেলে এই ফাঁকে তিনি বাচ্চা নিয়ে পালিয়ে যান।’

বেসরকারি ওই হাসপাতালের ম্যানেজার আব্দুর রাজ্জাক , বলেন, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা আছে। পরিবারের লোকের কাছ থেকে নবজাতক চুরি হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করার নেই। আগামীকাল শুক্রবারে হাসপাতাল থেকে ওই গৃহবধূকে ছাড়পত্র দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম , দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় মামলা করেনি। তবে নবজাতকটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

হাসপাতালের বিছানায় কাঁদছেন মা, পুলিশ খুঁজছে শিশু

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিনের শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে এই ঘটনার পর নবজাতক উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এদিকে সন্তান হারিয়ে হাসপাতালের বিছানায় বসে কাঁদছেন তার মা।

উপজেলার আল্লার দর্গা এলাকায় নাসির গ্রুপের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, দুপুর ১২টার দিকে ওই নারী হাসপাতালে ঢুকে ১টা ৪১ মিনিটে নবজাতককে কোলে নিয়ে বের হয়ে যান।এ বিষয়ে নবজাতকের মা সাফিয়া খাতুন বলেন, ‘আমার স্বামী স্থানীয় একটি বিড়ি তৈরি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

গত ৫ ফেব্রুয়ারি আমার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। এটাই আমার প্রথম সন্তান। গতকাল বুধবার দুপুরে আমার মায়ের কাছ থেকে বাচ্চাকে আদর করার কথা বলে কোলে নেন ওই নারী। মা পানি আনতে গেলে এই ফাঁকে তিনি বাচ্চা নিয়ে পালিয়ে যান।’

বেসরকারি ওই হাসপাতালের ম্যানেজার আব্দুর রাজ্জাক , বলেন, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা আছে। পরিবারের লোকের কাছ থেকে নবজাতক চুরি হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করার নেই। আগামীকাল শুক্রবারে হাসপাতাল থেকে ওই গৃহবধূকে ছাড়পত্র দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম , দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় মামলা করেনি। তবে নবজাতকটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।


প্রিন্ট