স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ২৩ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারী স্বাচিপ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা.মোঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব, অধ্যাপক ডা.মো: কামরুল হাসান মিলন স্বাক্ষরিত সংবাদ মাধ্যম কে দেওয়া এক বিঙ্গপ্তিতে এই তথ্য জানানো হয়।
এই কমিটির আহবায়ক হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে নরসিংদীর কৃতি সন্তান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের দ্বায়িত্বরত ডা.মো: সারোয়ার হোসেন খান শুভ এবং সদস্য সচিব এর দ্বায়িত্ব দেওয়া হয়েছে নরসিংদীর আর এক কৃতি সন্তান, মানবিক ডাক্তার হিসেবে পরিচিত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: নুরুজ্জামান কে। এছাড়াও উল্লেখযোগ্য যুগ্ম আহবায়ক হিসেবে কমিটিতে রয়েছেন ডা. পলাশ মোল্লা ও ডা. সুখ রন্জন। এছাড়াও সদস্য হিসেবে আরও উনিশ জন তরুন ডাক্তার কে কমিটিতে রাখা হয়েছে।
এ বিষয়ে সন্মেলন কমিটির সদস্য সচিব ডা. মো : নুরুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা সব সময় বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে মাঠে ছিলাম এবং সামনের দিনগুলোতেও থাকবো ইনশাআল্লাহ। তাকে এই কমিটির সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব দেওয়ায় তিনি স্বাচিপ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও মহাসচিব কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি সন্মেলন সফল করার জন্য নরসিংদীর সকল ডাক্তার ও স্বাস্থ্য সম্পর্কিত সকল পেশাজীবিদের ঐকান্তিক সহযোগিতা চেয়েছেন।
প্রিন্ট