ফরিদপুরে যুগান্তরের ২৫ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বেলা বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবে মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান জাহিদ রিপন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক মোঃ শাহজাহান, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা সহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দৈনিক যুগান্তরের আগামী দিনের সফলতা কামনা করেন। পরে কেক কাটা অনুষ্ঠিত হয়।
প্রিন্ট