পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় মা মেয়ে দুজন আহত হয়েছে। আহতরা হচ্ছে হরিপুর চৌধুরীপাড়া গ্রামের মিরাজ আলীর স্ত্রী আকলিমা খাতুন (৫৫) ও তার মেয়ে চাঁদরুল ইসলামের স্ত্রী মাবিয়া খাতুন(২৫)।
থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, সোমবার(৩ মে) বিকালে জমিজমা সংকান্ত্র পুর্ব বিরোধের জেরে কামরুল হাসান গং এর সাথে আকলিমা খাতুনের কথা-কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় একপর্যায়ে কামরুল হাসান গং ক্ষিপ্ত হয়ে আকলিমা খাতুনকে বেধড়ক মারপিট করতে থাকে।
এসময় তার মেয়ে মাবিয়া এগিয়ে এসে মারপিটে বাধা দিতে গেলে তাকেও বেধরক মারপিট করে আহত করা হয় এবং প্রাননাশের হুমকি দেওয়া । তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
এ ব্যপারে চাটমোহর থানার ওসি( তদন্ত) হাসান বাসিদ হজানান,অভিযোগ পেয়েছি তদন্ত পৃর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট