কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে একইসাথে আটক হয়েছে ৫ জন মাদক ব্যবসয়ীকে। ৩০ জানুয়ারি, মঙ্গলবার সকাল ৭.৩০টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজারথাক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের বাড়ি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল খারিজারথাক গ্রামে অভিযান চালায়।
এ সময় সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামের জিন্নাত আলী শেখের ছেলে বজলুর রহমান (৩৩), মৃত ইয়ানুছ শেখের ছেলে বিদ্যুৎ শেখ (৪৫), মৃত মোনছার মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৩২), ফরিদ মন্ডলের ছেলে শাহাজুল ইসলাম (৪১) ও রবকুল শাহের ছেলে সাগর শাহ (২৩)কে ১৬৯ বোতল ফেনসিডিলসহ আটক করে।
র্যাব আরো জানায়, এরা দীর্ঘদিন ধরে মাদক পাচার ও ব্যবসার সাথে জড়িত বলে র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়। পরে উদ্ধার করা মাদকের মূল্য ৫ লক্ষ ৭হাজার টাকা নির্ধারণ করে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করেছে।
প্রিন্ট