কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের ইঞ্জিনে কাটাপড়ে মিজানুর রহমান (৪০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মিজানুর রহমান ভোলা জেলার সুলতান রহমানের ছেলে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে আসা ট্রেনের ইঞ্জিনে কাটাপড়ে একব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রিন্ট