ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পার্বতীপুরে মাদ্রসার ৪ একর জায়গা জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত Logo শার্শায় শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু    Logo তানোরে একতা যুব সংঘের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ফরিদপুর পাসপোর্ট অফিসে ৩ জন রোহিঙ্গা ও ২ জন দালাল আটক Logo দুর্নীতিবাজ-মাফিয়াদের রাজনীতি চাই না”— ঝালকাঠিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষণা Logo কুষ্টিয়ায় পাউবোর কোটি টাকার তেল চুরির অভিযোগে দুদকের অভিযান Logo চাঁপাইনবাবগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার Logo ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ৩ বিষয়ে ফেল Logo কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র-মাদকসহ আটক ১ Logo কুষ্টিয়া পৌরসভার গেটে আবর্জনা ফেলে কর্মবিরতিতে পরিচ্ছন্নতা কর্মীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ

বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এর পরও কেউ এসেছেন ক্রাচে ভর দিয়ে, আবার কেউ হুইলচেয়ারে। হাতে কম্বল তুলে দিতেই বয়স্ক অসহায় এসব নারী-পুরুষের মুখে হাসি ফোটে। এর মধ্যে কুমারখালীর যদুবয়রা গ্রামের ছাইমানি খাতুন একজন। বয়স তার ১০০ বছরের কাছাকাছি। লাঠিতে ভর দিয়ে আসা ছাইমানি বলেন, ‘দুই বছর আগে মাজায় ব্যথা হইয়ি কষ্টে বাড়িত শুয়ি ছিনু। কম্বল পাইয়ি খুব ভালো লাগছে। শীত খুউব বেশি। ভালো হইলো।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুই দিনে কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার দুটি গ্রামে ২০০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ১০৫টি কম্বল বিতরণ করা হয়। সেখানে একটি এতিমখানায় ৩৫ জনকে এবং গ্রামের অসহায় ৭০ জন মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় স্থানীয় সমাজসেবী প্রকৌশলী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি এলাকাবাসীর পাশে থাকার জন্য প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া কুষ্টিয়া শহরের কয়েকটি ছাত্রাবাসে গৃহপরিচারিকার কাজ করা অসহায় নারী ও ছিন্নমূলসহ ২০ জনকে কম্বল দেওয়া হয়।

কুষ্টিয়া সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে একটি এতিমখানায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে।

এর আগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামে হতদরিদ্র ও অসহায় ৭৫ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুনসহ বন্ধুসভার সদস্যরা।

লাঠিতে ভর দিয়ে সেখানে কম্বল নিতে এসেছিলেন আরেক প্রবীণ আত্তাব উদ্দীন শেখ। তাঁরও বয়স ১০০ বছরের কাছাকাছি। তিনি বলেন, ‘শীত ইবার বেশিই পড়চে। খুব কষ্ট হয়। এই শীতে এ বছর পথম কম্বল পালাম, ভালুই লাগছে। কম্বল বেশ নরম আছে।’

এর আগে বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি ঘুরে শীতার্ত মানুষের তালিকা তৈরি করে স্লিপ বিতরণ করেন। সেই স্লিপ নিয়ে শীতার্ত ও বয়স্ক নারী-পুরুষেরা কম্বল নিতে হাজির হন। দুই উপজেলাতেই কম্বল বিতরণকাজের সমন্বয় করেন প্রথম আলো কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, বন্ধুসভার সদস্য জসিম উদ্দিন, আহাদ হোসেন, মিমি আখতার ও বন্যা বিশ্বাস।

 

প্রথম আলো ট্রাস্টের এই উদ্যোগে সহযোগিতা করছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা)। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অনুদানের টাকায় কেনা কম্বল অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে মাদ্রসার ৪ একর জায়গা জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

error: Content is protected !!

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট টাইম : ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :

বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এর পরও কেউ এসেছেন ক্রাচে ভর দিয়ে, আবার কেউ হুইলচেয়ারে। হাতে কম্বল তুলে দিতেই বয়স্ক অসহায় এসব নারী-পুরুষের মুখে হাসি ফোটে। এর মধ্যে কুমারখালীর যদুবয়রা গ্রামের ছাইমানি খাতুন একজন। বয়স তার ১০০ বছরের কাছাকাছি। লাঠিতে ভর দিয়ে আসা ছাইমানি বলেন, ‘দুই বছর আগে মাজায় ব্যথা হইয়ি কষ্টে বাড়িত শুয়ি ছিনু। কম্বল পাইয়ি খুব ভালো লাগছে। শীত খুউব বেশি। ভালো হইলো।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুই দিনে কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার দুটি গ্রামে ২০০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ১০৫টি কম্বল বিতরণ করা হয়। সেখানে একটি এতিমখানায় ৩৫ জনকে এবং গ্রামের অসহায় ৭০ জন মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় স্থানীয় সমাজসেবী প্রকৌশলী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি এলাকাবাসীর পাশে থাকার জন্য প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া কুষ্টিয়া শহরের কয়েকটি ছাত্রাবাসে গৃহপরিচারিকার কাজ করা অসহায় নারী ও ছিন্নমূলসহ ২০ জনকে কম্বল দেওয়া হয়।

কুষ্টিয়া সদর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে একটি এতিমখানায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে।

এর আগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামে হতদরিদ্র ও অসহায় ৭৫ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি অনিক মামুনসহ বন্ধুসভার সদস্যরা।

লাঠিতে ভর দিয়ে সেখানে কম্বল নিতে এসেছিলেন আরেক প্রবীণ আত্তাব উদ্দীন শেখ। তাঁরও বয়স ১০০ বছরের কাছাকাছি। তিনি বলেন, ‘শীত ইবার বেশিই পড়চে। খুব কষ্ট হয়। এই শীতে এ বছর পথম কম্বল পালাম, ভালুই লাগছে। কম্বল বেশ নরম আছে।’

এর আগে বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি ঘুরে শীতার্ত মানুষের তালিকা তৈরি করে স্লিপ বিতরণ করেন। সেই স্লিপ নিয়ে শীতার্ত ও বয়স্ক নারী-পুরুষেরা কম্বল নিতে হাজির হন। দুই উপজেলাতেই কম্বল বিতরণকাজের সমন্বয় করেন প্রথম আলো কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, বন্ধুসভার সদস্য জসিম উদ্দিন, আহাদ হোসেন, মিমি আখতার ও বন্যা বিশ্বাস।

 

প্রথম আলো ট্রাস্টের এই উদ্যোগে সহযোগিতা করছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা)। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অনুদানের টাকায় কেনা কম্বল অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।


প্রিন্ট