মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ঐতিহাসিক শতবর্ষী ১০৯ তম ঘুল্লিয়া ২ দিনব্যাপী বার্ষিক ঘোড় দৌড় মেলা ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। রবিবার ২১ জানুয়ারি ঘুল্লিয়া মেলা উদযাপন কমিটি, ঘুল্লিয়া, বিনোদপুর, মহম্মদপুর এর আয়োজনে বিশাল মেলা হয়। ঘুল্লিয়া মেলায় সভাপতিত্ব করেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান।
মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার।
এছাড়াও মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা জজ কোর্টের সিনিয়র এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসন্ন মহম্মদপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কবিরুজ্জামান কবির, ঘুল্লিয়া মেলা কমিটির সভাপতি সমাজসেবক আব্দুল হক মোল্লা, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ শিকদার, মহম্মদপুর মহিলা যুবলীগ সদস্য ও আসন্ন মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিল্পী সামাদ সহ প্রমুখ।
মেলায় ১১ টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে, প্রথম হয়েছে পাল্লা গ্রামের ঘোড়া, ২য় সিয়েরবার গ্রামের ঘোড়া, ৩য় পাল্লা গ্রামের মফিজের ঘোড়া ও ৪র্থ মিরাজের ঘোড়া। মেলায় ৫০০ শত উপরে দোকান বসেছে, নাগরদোলা, নৌকা দোলা, রেলগাড়ী ও ঘূর্ণিঘোড়া বসেছে।
সোমবার ২২ জানুয়ারি শুধু মহিলাদের মেলা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী, ডিবি, সাদা পোশাকে গোয়েন্দা ও গ্রাম পুলিশ বিশেষ সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সোমবার ২২ জানুয়ারি রাত ৭ টার সময় বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হবে, কুষ্টিয়া জেলা থেকে আগত লালন শিল্পী লামিয়া সরকার ও তানিয়া সরকার বাউল গান শোনাবেন মেলায় আশা দর্শক ও গান অনুরাগী ভক্ত শ্রোতাদের।
প্রিন্ট