ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এরা হলো- উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর (নন্দীপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (২৮) ও পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে ইমন আলী (২২) ।
মামলা দায়েরের পর শুক্রবার (১৯-০১-২০২৪) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাতেহরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে রাজশাহী র্যাব-৫।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করেছে র্যাব-৫।
প্রিন্ট