গত সোমবার (১৫-০১-২০২৪) রাত সোয়া ৮টায় সরেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আকবর আলী(৮০)’র জানাযার নামাজ শেষে সরেরহাট-দুড়দুড়িয়া যুক্ত গোরস্থানে দাফন করা হয়েছে। এদিন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি…….রাজিউন।
মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি সরেরহাট গ্রামের মরহুম আহম্মদ আলীর ৬ ছেলে ও ২ মেয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন। ২০১২ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর নেন। শিক্ষকতার পাশাপাশি আ’লীগের রাজনীতিতে যুক্ত থেকে ইউনিয়ন, উপজেলা কমিটির গুরুত্বপুর্ণ পদে বহাল ছিলেন। সামাজিক কর্মকান্ডে তার পদারচনা ছিল উন্নয়নমূখী।
- আরও পড়ুনঃ সদরপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, গড়গড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান, সাধারন সম্পাদক ও গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইনলাম, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা নূরল ইসলাম সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক, সামাজিক শ্রেণী পেশার মানুষ।
প্রিন্ট