ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় রাজবাড়ীকে ৭ উইকেটে পরাজিত করে প্রতিযোগিতায় দারুনভাবে শুরু করেছে ফরিদপুর দল।
আজ মঙ্গলবার গোপালগঞ্জে অনুষ্ঠিত ফরিদপুর এবং রাজবাড়ির মধ্যকার খেলায় ৭ উইকেট এর ব্যবধানে জয় পায় ফরিদপুর।
নির্ধারিত ৫০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে রাজবাড়ী জেলা দল ৯ উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আমিন ৩৪ রান করে, ফরিদপুরের পক্ষে আদম ফকির, অনিক ও তামিম ২ টা করে উইকেট লাভ করে।
জবাবে ফরিদপুর দল ৩ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তামিম মিয়া ৫৪ ও রাইয়ান রাফি ৩০ রানে অপরাজিত
থাকেন । রাজবাড়ীর পক্ষে অভি রহমান ২ উইকেট লাভ করেন।
প্রিন্ট