ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নরসিংদীতে মাদকসহ গ্রেফতার হয়ে কারাগার ভোগের পরও স্বপদে বহাল সিএইচসিপি ডলার

নরসিংদীতে মাদক সহ গ্রেফতার হয়েছেন মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি এর দায়িত্বে থাকা জিয়াউল হক ওরফে ডলার। গত ১৩ ডিসেম্বর-২০২৩ তারিখে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে নরসিংদী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক নাননু মিয়া।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিকেলে নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড়ে জিয়াউল হক ওরফে ডলার ঘুরাফেরা করছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে এবং তার কাছ থেকে তল্লাশী করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় কারাগার ভোগের পরও এখনো চাকরিতে বহাল রয়েছেন ডলার। যদিও প্রজাতন্ত্রের কোনো সরকারি কর্মচারী ফৌজদারি অপরাধের মামলায় গ্রেপ্তার হলে রায়ে খালাসপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত থাকবেন। এমন সরকারি চাকরির বিধান থাকলেও কিন্তু ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ার পরও ডলার চাকরীতে স্বপদে বহাল রয়েছন।
ডলার এর বিরুদ্ধে মাদক ছাড়াও এর আগে দালালীসহ বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। কিন্তু এসব অভিযোগের পরও কেন উর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেনা এবং সে কিভাবে একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি এর দায়িত্বে বহাল থাকে তা নিয়ে এখন জনমনে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এর দায়িত্বে থাকা জিয়াউল হক ওরফে ডলার ক্লিনিকে না যাওয়ায় এই ক্লিনিক থেকে কোনো রকম স্বাস্থ্য সেবা পাচ্ছে না এলাকাবাসী। এতে করে গ্রামের প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ সরকারের দেওয়া এমন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, তার গ্রেফতারের ব্যাপারে আমরা অফিসিয়ালী জানিনা। তাছাড়া জিয়াউল হক ওরফে ডলার তিনি এখন ছুটিতে আছেন। আমরা এক সপ্তাহের জন্য ছুটি দিতে পারি। সে বর্তমানে প্রায় দুই সপ্তাহ যাবৎ অনুপস্থিত আছেন। তার অনুপস্থিতির জন্য আমরা তার বাড়ীতে চিঠি প্রেরণ করেছি এবং জবাবদিহিতা চেয়েছি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

নরসিংদীতে মাদকসহ গ্রেফতার হয়ে কারাগার ভোগের পরও স্বপদে বহাল সিএইচসিপি ডলার

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :
নরসিংদীতে মাদক সহ গ্রেফতার হয়েছেন মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি এর দায়িত্বে থাকা জিয়াউল হক ওরফে ডলার। গত ১৩ ডিসেম্বর-২০২৩ তারিখে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে নরসিংদী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক নাননু মিয়া।
জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিকেলে নরসিংদী শহরের ভেলানগর জেলখানা মোড়ে জিয়াউল হক ওরফে ডলার ঘুরাফেরা করছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে এবং তার কাছ থেকে তল্লাশী করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ তার বিরুদ্ধে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় কারাগার ভোগের পরও এখনো চাকরিতে বহাল রয়েছেন ডলার। যদিও প্রজাতন্ত্রের কোনো সরকারি কর্মচারী ফৌজদারি অপরাধের মামলায় গ্রেপ্তার হলে রায়ে খালাসপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত থাকবেন। এমন সরকারি চাকরির বিধান থাকলেও কিন্তু ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ার পরও ডলার চাকরীতে স্বপদে বহাল রয়েছন।
ডলার এর বিরুদ্ধে মাদক ছাড়াও এর আগে দালালীসহ বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। কিন্তু এসব অভিযোগের পরও কেন উর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেনা এবং সে কিভাবে একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি এর দায়িত্বে বহাল থাকে তা নিয়ে এখন জনমনে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দপুর কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এর দায়িত্বে থাকা জিয়াউল হক ওরফে ডলার ক্লিনিকে না যাওয়ায় এই ক্লিনিক থেকে কোনো রকম স্বাস্থ্য সেবা পাচ্ছে না এলাকাবাসী। এতে করে গ্রামের প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ সরকারের দেওয়া এমন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, তার গ্রেফতারের ব্যাপারে আমরা অফিসিয়ালী জানিনা। তাছাড়া জিয়াউল হক ওরফে ডলার তিনি এখন ছুটিতে আছেন। আমরা এক সপ্তাহের জন্য ছুটি দিতে পারি। সে বর্তমানে প্রায় দুই সপ্তাহ যাবৎ অনুপস্থিত আছেন। তার অনুপস্থিতির জন্য আমরা তার বাড়ীতে চিঠি প্রেরণ করেছি এবং জবাবদিহিতা চেয়েছি।

প্রিন্ট