ফরিদপুর ৩ আসনের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নির্বাচন অফিস পুড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টার প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আজ শুক্রবার বেলা বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নির্বাচন এর প্রধান সমন্বয়ক পৌর মেয়র অমিতাভ বোস।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর ৩ আসনে নৌকার প্রার্থী শামীম হক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-০৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জনাব শামীম হক সংবাদ সম্মেলনে বলেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ও তার সমর্থকরা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাছাড়া গতকাল রাতে প্রায় ১৪ টা স্থানে নৌকার নির্বাচনী অফিস পোড়ানো হয়েছে।
তিনি আরো বলেন, স্বতন্ত্র প্রার্থী শুধুমাত্র নেতা কর্মীদের নয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ও একের পর এক মামলা হুমকি দিচ্ছেন। এছাড়াও মিথ্যা প্রপাগান্ডা ও গুজব ছড়ানোর মাধ্যমে এ কে আজাদ ও তার সমর্থকরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছে বলে দাবি করেন শামীম হক। তিনি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তি ও প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এসব গুজব ও মিথ্যা প্রচারকারীদের প্রতি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
প্রিন্ট