রাইস মিলের ফিতার সাথে পরণের লুঙ্গি পেঁচিয়ে আব্দুল মান্নান বিশ্বাস (৫৫) নামের এক রাইস মিল শ্রমিকের মৃত্য হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে বিসমিল্লাহ রাইস মিলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত হয় মান্নানের।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিজের ছেলের রাইস মিলে শ্রমিকের কাজ করতেন মান্নান। বুধবার বিকেলে রাইস মিল চালিয়ে স্থানীয়দের ধান ভাঙতে থাকা অবস্থায় অসতর্কতাবসত পরণের লুঙ্গি রাইস মিলের ফিতার সাথে জড়িয়ে হাত-পা ভেঙে সমস্থ শরীরে গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই মৃত হয় মান্নানের।
স্থানীয় ইউপি সদস্য বানা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোনা মিয়া জানান, নিহত আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে স্থানীয় অন্য দুই ব্যক্তির সাথে শেয়ারে বিসমিল্লাহ রাইস মিল নামের প্রতিষ্ঠানটি দিয়েছিল। সেখানে মান্নান শ্রমিক হিসেবেও কাজ করতেন। মেশিনের ফিতার সাথে লুঙ্গি পেঁচিয়ে বুধবার বিকেলে তাঁর মৃত হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের কার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মান্নানের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
ওসি মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখা হবে।
প্রিন্ট