ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপের পদত্যাগ Logo সদরপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার Logo দৌলতপুর সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক Logo তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য Logo বাঘায় তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo শালিখায় পলিথিনের বিকল্প উপকরণ বিতরণ Logo আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত- ৭ Logo গুরুদাসপুরে মিথ্যা তথ্যের জন্য দুটি চানাচুর কারখানা মালিকের জরিমানা Logo রাজশাহী বিএমডিএর স্টোর কিপারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ Logo আধা ঘন্টা মাটির নিচে চাপা পড়ে জীবিত ফিরল আলফাডাঙ্গায় নির্মাণ শ্রমিক রুবেল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বিএনপি ও জামায়াতের চক্রান্তের জবাব দিয়েছে আওয়ামী লীগঃ -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি বলেছেন, ১৫ বছর আমার দায়িত্ব পালনকালে বাঘা- চারঘাটে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার ৫২ বছরের সেই উন্নয়ন হয়নি। নদী ভাঙ্গন থেকে শুরু করে বানেশ্বর টু ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়েছে। মানুষের জীবন জীবিকা বৃদ্ধি পেয়েছে। মহিলাদের কর্মসংস্থানের জন্য বাঘা উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। সেখানে প্রশিক্ষন নিয়ে অনেক মা-বোনের কর্মসংস্থান হয়েছে। কাজের জন্য কোন দল দেখি নাই, সামনে- পেছন দেখি নাই। বাঘা-চারঘাটের আওয়ামীলীগ বিএনপি- জামায়াতের চক্রান্তের জবাব দিয়েছে, তাদের সন্ত্রাসের মোকাবেলা করেছে।

 

বৃহস্পতিবার(৪ জানুযারি) দুপুর ১২টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন, শাহরিয়ার আলম এমপি। তিনি আরো বলেন, ২০০৮ সাল থেকে ২০১৪ সালে নির্বাচিত হয়ে দুইবার প্রতিমন্ত্রী হয়েছি। নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা বলেছি। ছোট্ট শিশু থেকে শুরু করে প্রসুতি মায়ের কথা, কৃষক-ব্যবসায়ী, শ্রমিকের দারিদ্র বিমোচনের কথা বলেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২১ বছরের লড়াই সংগ্রামের কথা বলেছি। জীবনের প্রতি মুহূর্তে বাঘা-চারঘাট তথা দেশের সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবেছি। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছি। নির্বাচিত হয়ে কাউকে চাঁদাবাজি করতে দেই নাই আগামীতেও দেবো না।

 

স্বতন্ত্র প্রার্থীসহ সহ তার পক্ষের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ধৈর্য ধরে নাটক সিনেমা দেখছি। ব্যক্তি স্বার্থে যারা দল করে তাদের চিহ্নিত করতে হবে। তারা খন্দকার মোস্তাকের, মীরজাফরের আওয়ামী লীগ করে। তাদের স্বার্থন্বেষী ছদ্মবেশ ধরা পড়ে গেছে। দলের আগাছা পরিষ্কারের সুযোগ এসেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে যারা আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন প্রতীক বরাদ্দের পরেও তাদের নৌকার পক্ষে বের করতে পারি নাই।

 

নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, আগামীতে নির্বাচিত হলে বাঘা-চারঘাটকে স্মাট ও শত ভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নতুন প্রজন্মের প্রশিক্ষণের জন্য আইটি ট্রেনিং সেন্টার করা হবে। বেশ কিছু জায়গায় পানির সমস্যা আছে, আগামীতে সেগুলো ব্যবস্থা করা হবে।
বিরোধী যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্য বলেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। বাঘা- চারঘাট মানুষ যদি না চায় তাহলে কেউ এমপি হতে পারবে না, আর যদি চায় তাহলে আল্লাহ তায়ালা ছাড়া রক্ষা করার ক্ষমতা কারো নাই। তাই নৌকার বিজয় রুখে দেওয়ার চেষ্টা করবেন না।

 

নৌকাকে সমর্থন জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন, জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা কমিটির আহŸায়ক শামস্দ্দীন রিন্টু। তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমি ভোট না করে নৌকার প্রার্থীকে সমর্থন দিচ্ছি। এ সময় তিনি তার দলের নেতা কর্মীদেরও সমর্থন কামনা করেন।

 

 

উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা সুলতানা মিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ,উপাধ্যক্ষ ওয়াহিদ সাদিক কবীর, জেলা যুবলীগের সাবেক সভাপতি সালেহ আহমেদ, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম প্রমুখ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপের পদত্যাগ

error: Content is protected !!

বিএনপি ও জামায়াতের চক্রান্তের জবাব দিয়েছে আওয়ামী লীগঃ -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি বলেছেন, ১৫ বছর আমার দায়িত্ব পালনকালে বাঘা- চারঘাটে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার ৫২ বছরের সেই উন্নয়ন হয়নি। নদী ভাঙ্গন থেকে শুরু করে বানেশ্বর টু ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়েছে। মানুষের জীবন জীবিকা বৃদ্ধি পেয়েছে। মহিলাদের কর্মসংস্থানের জন্য বাঘা উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। সেখানে প্রশিক্ষন নিয়ে অনেক মা-বোনের কর্মসংস্থান হয়েছে। কাজের জন্য কোন দল দেখি নাই, সামনে- পেছন দেখি নাই। বাঘা-চারঘাটের আওয়ামীলীগ বিএনপি- জামায়াতের চক্রান্তের জবাব দিয়েছে, তাদের সন্ত্রাসের মোকাবেলা করেছে।

 

বৃহস্পতিবার(৪ জানুযারি) দুপুর ১২টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন, শাহরিয়ার আলম এমপি। তিনি আরো বলেন, ২০০৮ সাল থেকে ২০১৪ সালে নির্বাচিত হয়ে দুইবার প্রতিমন্ত্রী হয়েছি। নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা বলেছি। ছোট্ট শিশু থেকে শুরু করে প্রসুতি মায়ের কথা, কৃষক-ব্যবসায়ী, শ্রমিকের দারিদ্র বিমোচনের কথা বলেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২১ বছরের লড়াই সংগ্রামের কথা বলেছি। জীবনের প্রতি মুহূর্তে বাঘা-চারঘাট তথা দেশের সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবেছি। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছি। নির্বাচিত হয়ে কাউকে চাঁদাবাজি করতে দেই নাই আগামীতেও দেবো না।

 

স্বতন্ত্র প্রার্থীসহ সহ তার পক্ষের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ধৈর্য ধরে নাটক সিনেমা দেখছি। ব্যক্তি স্বার্থে যারা দল করে তাদের চিহ্নিত করতে হবে। তারা খন্দকার মোস্তাকের, মীরজাফরের আওয়ামী লীগ করে। তাদের স্বার্থন্বেষী ছদ্মবেশ ধরা পড়ে গেছে। দলের আগাছা পরিষ্কারের সুযোগ এসেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে যারা আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন প্রতীক বরাদ্দের পরেও তাদের নৌকার পক্ষে বের করতে পারি নাই।

 

নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, আগামীতে নির্বাচিত হলে বাঘা-চারঘাটকে স্মাট ও শত ভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নতুন প্রজন্মের প্রশিক্ষণের জন্য আইটি ট্রেনিং সেন্টার করা হবে। বেশ কিছু জায়গায় পানির সমস্যা আছে, আগামীতে সেগুলো ব্যবস্থা করা হবে।
বিরোধী যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্য বলেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। বাঘা- চারঘাট মানুষ যদি না চায় তাহলে কেউ এমপি হতে পারবে না, আর যদি চায় তাহলে আল্লাহ তায়ালা ছাড়া রক্ষা করার ক্ষমতা কারো নাই। তাই নৌকার বিজয় রুখে দেওয়ার চেষ্টা করবেন না।

 

নৌকাকে সমর্থন জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন, জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা কমিটির আহŸায়ক শামস্দ্দীন রিন্টু। তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমি ভোট না করে নৌকার প্রার্থীকে সমর্থন দিচ্ছি। এ সময় তিনি তার দলের নেতা কর্মীদেরও সমর্থন কামনা করেন।

 

 

উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা সুলতানা মিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ,উপাধ্যক্ষ ওয়াহিদ সাদিক কবীর, জেলা যুবলীগের সাবেক সভাপতি সালেহ আহমেদ, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম প্রমুখ।


প্রিন্ট