ফরিদপুরের চরভদ্রাসনে বই উৎসবে বিনামূল্যে নতুন বই পাচ্ছে ১২ হাজার দুইশত শিক্ষার্থী। সোমবার(১লা জানুয়ারী) বেলা এগারোটার দিকে উপজেলার বিএস ডাঙ্গী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ে যথাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নিয়ামত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও শিরিন সুলতানা প্রমূখ।
জানা যায়, এ বছর উপজেলায় ৫৪ টি সরকারী, ১৮টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ৭ হাজার শিক্ষার্থী এবং ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১ টি মাদ্রাসায় ৫ হাজার ২ শতসহ মোট ১২ হাজার দুই শত শিক্ষার্থী পাচ্ছে ২০২৪ সালের নতুন বই ।
প্রিন্ট