মাশরাফির বিন মুর্ত্তোজার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ৫নং লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: ঠান্ডু মোল্লা। তিনি লক্ষীপাশা ইউনিয়ন সহ নড়াইল-২ আসনের বিভিন্ন ইউনিয়নে এ প্রচারণা চালান।
আজ ৩০ডিসেম্বর (শনিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নড়াইল-২ আসনের নৌকার মাঝি জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক, সাবেক সংসদ সদস্য এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মুর্ত্তোজার পক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার ৫নং লক্ষ্মীপাশা ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে বিভিন্ন ইউনিয়ন ঘুরে ১১নং বাঁশগ্রাম ইউনিয়নের শালিখা বাজারে এসে শেষ করেন।
এ সময় মো: ঠান্ডু মোল্লা বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাটে বাজারে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমি ভোট চাচ্ছি। নৌকা বিজয়ী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে শক্তিশালী হবে মাশরাফির হাত আর আমি তাঁদের সহযোগিতায় জনগণ যদি চায় আমার ৫নং লক্ষীপাশা ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারব। উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে নৌকাকে বিজয় করার জন্য জনগণের উদ্দেশ্যে বলেন, ৭জানুয়ারি ২০২৪ তারিখে প্রত্যেকটা কেন্দ্রে ভোটার হাজির করাতে হবে এবং শতভাগ ভোট চিত করতে হবে।
নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ নেতা মো: ঠান্ডু মোল্লা শতাধিক জনগণ নিয়ে নৌকার লিফলেট বিতরণ ও পথসভা করেন এবং পুরুষ মহিলা সকল ভোটারের কাছে দোয়া ও ভোট চান। এ সময় তার সঙ্গে ছিলেন বাঁশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাবুল রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ জহিরুল ইসলাম, সাবেক মেম্বার ফুল মিয়া, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সেকেন্দার আলী, তায়েব বিশ্বাস, খান মো: খুরশিদ আলম, মো: নাজমুল আলম ও লক্ষীপাশা ইউনিয়নের সাধারণ জনগণ সহ ভোটারবৃন্দ।
প্রিন্ট