রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতিপরিষদ সভাপতি সাইদুর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের লোকজনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। আজ শুক্রবার (২৯-১২-২০২৩) বিকেল সোয়া চারটার দিকে বাঘার বঙ্গবন্ধু চত্বরে তিনি এ হামলার শিকার হন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত সমাবেশে হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে দেয়।
নৌকার লোকজন হুমকি দিয়ে বলতে থাকেন এখানে শাহরিয়ার ছাড়া কারো পক্ষে প্রচারণা চালানো যাবে না। তারা প্রচার গাড়িতেও হামলা চালায়। পোস্টার ছিড়ে ফেলে ও প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানকে শারীরিকভাবে আঘাত করে। তাদের হামলার ফলে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের একটি দল আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বাঘা- চারঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা রাহেনুল হকের সমর্থনে গত দুদিন ধরে চারঘাট- বাঘা এলাকায় প্রচারণায় অংশ নিচ্ছে। প্রচারণার অংশ হিসেবে আজ বিকাল সোয়া চারটার দিকে বাঘা বঙ্গবন্ধু চত্বর এলাকায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সমাবেশ চলছিল।
সমাবেশে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম উদ-দৌলা, রাজশাহী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজন সমাবেশে হামলা চালায়।
বিষয়টি রাজশাহী জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে। ঘটনার প্রতিবাদে আজ বিকেল সাড়ে পাঁচটায় চারঘাট বাজার এলাকায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সমাবেশ থেকে ৭ই জানুয়ারির নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানানো হয়। একই সাথে বাঘা চারঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক রাহানকে কাঁচি পতীকে ভোট দেয়ার আহবান জানানো হয়। সমাবেশে বক্তারা সন্ত্রাসের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আসলাম উদ-দৌলা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান।
- আরও পড়ুনঃ নাশকতা করে কেউ পার পাবে না – হানিফ
এদিকে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এক বিবৃতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে হামলার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। একই সাথে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীরকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
প্রিন্ট