দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও আওয়ামীলীগের নির্বাচন কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ্ বলেছেন, আমরা আগেও উন্নয়ন করেছি ভবিষ্যতেও করব। আমরা পারিবারিক ভাবেও এই আসনে অনেক উন্নয়ন করেছি আপনারা দেখেছেন।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হবেই। নৌকা উন্নয়নের প্রতীক। তাই উন্নয়ন চাইলে আপনাদের আসনে নৌকাকে বিজয়ী করে আনুন।
কাজী জাফর উল্লাহ্র আগমনে উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত হয়।
শুক্রবার ( ২৯ ডিসেম্বর) সকাল ৮ টায় হাটকৃষ্ণপুর হিরু চৌধুরীর বাড়িতে উঠান বৈঠকে তিনি একথা বলেন।
- আরও পড়ুনঃ নলছিটিতে অবৈধ ইট ভাটায় অভিযান ও জরিমানা
কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম হিরু চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস, সদরপুর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু আলম রেজা, ইয়াকুব আলী মোল্যা, কাজী জেবুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রহিমা বেগম, কাজী খলিলুর রহমান, কাজী কুদ্দুস এবং কৃষ্ণপুর এলাকার হাজার হাজার মানুষ।
প্রিন্ট