২০০৫ সালের ২৭ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার ধারন করে পথচলা শুরু হয় বৈশাখী টেলিভিশনের। এই ধারাবাহিকতায় চ্যানেলটি আজ ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পা রেখেছে।
দিনটিকে স্বাগত জানাতে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মাইন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ পরিচালক স্থানীয় সরকার
নাজমুন আরা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রবীন সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্যী,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু দাউদ,নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক রুশদিনা আখতার জাহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মিডিয়া মানুষের কাছে সকল তথ্য পৌছে দেওয়ার এক অন্যতম মাধ্যম। মিডিয়াতে প্রচারের ফলে খুব সহজেই আমরা উপভোগ করি নানান ধর্মী আয়োজন ও জানতে পারি তথ্য। তেমনই অন্যান্য চ্যানেলের ন্যায় অর্থবহ বস্তুনিষ্ঠ সংবাদ ও বৈচিত্র্যময় বিনোদন অনুষ্ঠানের জন্য সম্প্রচার জগতে দর্শকের বিশেষ ভালবাসার স্থানে বৈশাখী টেলিভিশন।
তথ্যবহুল সংবাদ প্রচারের ফলে দেশের গন্ডি পেরিয়ে নানা দেশে বাংলা ভাষাভাষীরা বৈশাখীর নানা ধরনের অনুষ্ঠান ও খবরে দৃষ্টি রাখেন অত্যন্ত আগ্রহের সাথে। তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয় হয়েছে বৈশাখীর খবরাখবর ও অনুষ্ঠানমালা। আজ ১৯ বছরে পদার্পন উপলক্ষে পথ চলা হোক শুভ সততার সাথে তথ্য বহুল সংবাদ প্রচারের মাধ্যমে দর্শকের মন হরন করুক বৈশাখী টেলিভিশন।
এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য টিভি চ্যানেল, প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।
প্রিন্ট