কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় ভুরতকী মূল্যে কৃষি যন্ত্রপাতি কৃষকদের মাঝে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টার সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে এই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব।
এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। ভেড়ামারা-দৌলতপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ। ভেড়ামারা কৃষি অফিসার মাহমুদা সুলতানা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং অন্যান্য কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে যে আমূল পরিবর্তন করা হয়েছে তারই ধারাবাহিকতায় কৃষি খাতে এমন সাফল্য।
প্রিন্ট