ভেনিস শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে,উত্তর পূর্ব ইতালির শিল্প শহর মনফালকনে। জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে গুরুত্বপূর্ণ এই শহরটি। এখানে প্রায় দশ হাজার বাংলাদেশি প্রবাসীর বসবাস। বিলিয়ন ইউরোর জাহাজ নির্মাণ শিল্পে,বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে ডজনেরও বেশি।শহরটিতে মুসলমানদের নামাজ পড়ার জন্য রয়েছে দুইটি মসজিদ। গত বিশ বছর ধরে পরিচালিত হচ্ছে এই ধর্মীয় প্রতিষ্ঠান দুটি।তবে গত এক মাস পূর্বে স্থানীয় মেয়র নারীদের হিজাব বিতর্ক সৃষ্টি করে, মসজিদের ভিতর নামাজ কার্যক্রম বন্ধ করে দেন। এতে শনিবার ২৩ ডিসেম্বর ইতালির মুসলিম কমিউনিটির পক্ষ থেকে মসজিদ খুলে দেওয়ার দাবিতে বিশাল গণ মিছিলে বাংলাদেশিসহ ইতালি প্রবাসীদের প্রায় দশ হাজার মুসলিম অংশগ্রহণ করেন।
মসজিদ দুটির পরিচালনার ব্যায় মূলত বাংলাদেশি প্রবাসীরাই বহন করতেন।
ছোট্ট এই শহরটিতে লোক সংখ্যা মাত্র ৩০ হাজার কিন্তু এরমধ্যে প্রায় দশ হাজারেরও বেশি মুসলিম। যাদের অধিকাংশই বাংলাদেশি প্রবাসী।শনিবার ২৩ ডিসেম্বর স্মরনকালের সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশে বাংলাদেশিদের বাইরে বিভিন্ন মুসলিম দেশের ও শান্তিপ্রিয় অনেক ইতালীয় অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে মসজিদ দুটি খুলে দেওয়ার দাবি জানান,নইলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা করেন নেতৃবৃন্দ।
প্রবাসে ইতালির মতো ক্যাথলিক অধ্যুষিত দেশে বসবাস করে,মুসলিম নাগরিকদের ইসলামিক কার্যক্রম পরিচালনা করা অনেকটাই কঠিন। সেখানে প্রবাসীরা অনেক কষ্টের বিনিময়ে মসজিদ প্রতিষ্ঠা করেছেন মনফালকনে । দীর্ঘ বিশ বছর ধরে ইতালির মনফালকনে মুসলিম নাগরিকরা মসজিদ প্রতিষ্ঠা করে নামাজ আদায় করে আসছেন।শহরটিতে বাংলাদেশিদের ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে।
বর্তমান মেয়র রাজনৈতিক ও ধর্মীয় হিংসাত্মক মনোভাবের কারণে, বাংলাদেশিদের পরিচালিত দুইটি মসজিদ বন্ধ করে দেন। স্থানীয় বিভিন্ন দেশের মুসলিম নাগরিক সহ বাংলাদেশিরা নামাজ আদায় না করতে পেরে, ইতালিয়ান আইন মেনে মেয়রের এমন কার্যকলাপের প্রতিবাদ জানান। মসজিদ খুলে দেওয়ার আবেদন করা হলেও তার কোনো সুস্ট সমাধান না পেয়ে, ইসলামিক কালচারাল সেন্টার ও দারুস সালাম মসজিদের আহ্বানে- বিশ্বের অন্যানো দেশের মুসলিমদের অংশগ্রহণে শনিবার বিশাল এক মৌন মিছিল ও সমাবেশ করেন। প্রায় দশ হাজার প্রতিবাদী নারী পুরুষ,শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন মুসলিম দেশের নাগরিক ও ইতালিয়ান অনেক নাগরিক এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
অংশগ্রহণকারী সকলের দাবি অবিলম্বে মুসলিম কমিউনিটির নামাজ আদায়ের দুইটি মসজিদ খুলে দেওয়া হোক।নইলে আগামীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।
প্রিন্ট