ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিনের ব্যবসায়ী রবিন্দ্রনাথ ওরফে রবি ঘোষ (৬০) কে আকট করেছে পুলিশ।
রোববার রাতে পুলিশ ছদ্মবেশ ধারণ করে খদ্দের সেজে পৌরসভার নওয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ২০ পিচ ইয়াবাসহ আটক করে। সোমবার সকালে তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়।
রবি ঘোষ আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামের শ্রীশ চন্দ্র ঘোষের ছেলে। রবি প্রায় ৩০ বছর ধরে মাদক বিক্রি করে আসচ্ছে। দীর্ঘ এই সময়ে সে একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছে। আদালত থেকে জামিনে এসে আবারও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। তার আটকের কথা সুনে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের বাসিন্দা মেহেদী হাফসি ফেসবুকে লিখেছেন ‘রবি ঘোষ বহুবার আটক হয় কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেখি না’।
সৌদি প্রবাসী হাদি ইবনে জালাল লিখেছেন, ‘এ আটকে রবি ঘোষের কিছুই আসে যায় না। শত বার আটক হয় আবার সম্মানের সাথে বেরিয়ে আসে। তার ব্যবসা দেখাশোনা করে প্রভাবশালী ২-৩ জন ব্যক্তি। ৩০ বছর ধরে মাদক ব্যবসা মাদকের ব্যবসাতে এমনি এমনি চালিয়ে যেতে পারেনি’।
ওসি মো. সেলিম রেজাজানান, গোপন সংবাদের ভিত্তিতে রবি ঘোষকে আটক করেছি। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই উপজেলায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবেনা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
প্রিন্ট