রাজশাহীর বাঘায় বাউসা ইউনিয়নের ১ নম্বর দীঘা ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কিছু অংশ পুড়ে যায়। বৃহস্পতিবার (২২-১২-২০২৩) গভীর রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ বলতে পারছেনা।
পুলিশ জানায়, বেড়া দেওয়া কাপড় পুড়া সহ আগুনে প্লাস্টিকের ২টি টেবিলের উপর অংশ ক্ষতি হয়েছে।
বাউসা ইউনিয়নের দীঘা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ১১টার পর তারা নির্বাচনী অফিস থেকে বাড়িতে চলে যান। ভোর ৪টার দিকে বাজার পাহারাদার মাসুদ আলীর মাধ্যমে অগ্নিসংযোগের বিষয়ে জানতে পারেন। পরে বিষয়টি অন্যান্য নেতৃবৃন্দকে জানিয়েছেন। পাহারাদার মাসুদ আলী জানান, রাত সাড়ে ৩টায় বাজারের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যায়। পরে পশ্চিম পাশে ফিরে এসে আগুন জ্বলতে দেখি।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে লিখিত অভিযোগ পাননি। তবে তদন্ত করে অপরাধীকে সনাক্ত করার চেষ্টা চলছে।
প্রিন্ট