জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু তার এলাকার ভোটারদের কাছে মাফ চেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর পৌরবাজার ঈগল চত্বরে আয়োজিত নির্বাচনী পথসভায় উপস্থিত ভোটারদের কাছে মাফ চান তিনি।
হাসানুল হক ইনু বলেন, আমি মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে এই ভোটে অংশগ্রহণ করছি। এটা একটি নির্বাচনী পথসভা। সেই পথসভায় আমি আপনাদের সামনে দাঁড়িয়ে প্রথমে আমি আমার কৈফিয়ত দিতে চাই।
তিনি বলেন, ২০০৮ সাল থেকে আজ অবধি প্রায় ১৫ বছর আপনাদের প্রতিনিধি হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি। আমি শয়তানও না, ফেরেশতাও না। ফেরেশতা ভুল করে না, শয়তান ভুল করে না। আমি মানুষ, এই দীর্ঘ ১৫ বছর আপনাদের সঙ্গে চলতে ফিরতে, চলার পথে হয়তো দু-একটা ভুল ত্রুটি হতে পারে।
জাসদ সভাপতি বলেন, আপনাদের সব দাবি আমি পূরণ করতে নাও পারি। আপনাদের সব স্বপ্ন আমি পূরণ করতে হয়তো পারিনি। তাই প্রথমে আমি একজন এমপি হিসেবে, আমি যেটুকু ভুল-ত্রুটি করেছি বা কোনো কারণে খারাপ ব্যবহার করেছি, তার জন্য হাতজোড় করে আমি মাফ চেয়ে নিচ্ছি।
তিনি বলেন, একইসঙ্গে বলব- আমি যদি আবার দায়িত্বপ্রাপ্ত হই তাহলে যে ভুলগুলো আমার হয়েছে, সেই ভুলগুলো আমি শুধরে নেব। আমি আরও ভালো করে আপনাদের সেবা করার চেষ্টা করব। আমি এটাও বলছি এই নির্বাচনী পথসভায় যে দীর্ঘ ১৫ বছরে আমি আপনাদের এলাকার আবদার, আপনাদের পারিবারিক আবদার, আপনাদের দাবি যেগুলো করেছেন, আমি পূরণ করার চেষ্টা করেছি।
হাসানুল হক ইনু বলেন, রাস্তাঘাটের কথা বলুন, স্কুল-কলেজের কথা বলুন, মন্দির শ্মশানের কথা বলুন, গোরস্থান-মসজিদের কথা বলুন, আমি আমার সাধ্যমতন সরকারি বরাদ্দ এনে আমি কাজ দিয়েছি এবং আপনাদের সাক্ষী রেখে বলতে চাই এই বরাদ্দ থেকে আমি ইনু একটা টাকা চুরি করিনি। কেউ যদি প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব। জনগণের আমানত আমি খেয়ানত করিনি।
প্রিন্ট