রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাইস্কুলে চলমান মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৩ টায় তিনি প্রশিক্ষন কেন্দ্রে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রশিক্ষন সমন্বয়ক তাহমিনা বেগম, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান, শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ইমাদ উদ্দিন টফি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামীম শেখ প্রমূখ।
ইউএনও প্রশিক্ষন বিষয়ে প্রশিক্ষনার্থী শিক্ষক সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রশিক্ষনের বিষয়ে খোঁজ-খবর নেন।
প্রশিক্ষন সমন্বয়ক তাহমিনা বেগম বলেন, ২০২৪ সাল হতে ৮ম ও ৯ম শ্রেনীতে নতুন কারিকুলাম বিস্তরন শুরু হচ্ছে। নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে গত ১৮ ডিসেম্বর হতে ৭ দিন ব্যাপী এ প্রশিক্ষন শুরু হয়েছে। এতে গোয়ালন্দ উপজেলার ২২ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ২৩২ জন শিক্ষক অংশ নিচ্ছেন। আশা করি শিক্ষকরা এ প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে নতুন বছরে শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করতে পারবেন। সারা দেশে একযোগে এ প্রশিক্ষন চলছে বলে তিনি জানান।
প্রিন্ট