ফরিদপুর-০৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থীতা ফেরত পাওয়া উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মূখ এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-০৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। উপস্থিত ছিলেন সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, মাঈন উদ্দিন মানু সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, মাসুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, পৌর আওয়ামী লীগের আহবায়ক সহিদ উদ্দিন সাঈদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা, নুরুল আমিন বাপ্পি, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছির, সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মাহমুদা বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণের শামীম হক বলেন যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের পর ফরিদপুরে কেউ কোন প্রতিবাদ করেনি, আমি প্রতিবাদ করায় আমার নামে হুলিয়া জারি হওয়ার পর বিদেশি চলে যাই। কিন্তু আমি কখনো বাংলাদেশকে ভূলে যায়নি। ফরিদপুর সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করেছে,এর জবাব ভোটের মাধ্যমে জনগন দেবে। যারা আমার নেতা- কর্মীদেরকে গত কয়েকদিন শারীরিক ও মানুষিক নির্যাতন করেছেন তাদেরকে আমরা চিনি। যে প্রার্থী টাকা দিয়ে ভোট কিনতে চায় তাকে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে ফরিদপুর থেকে বিদায় করা হবে। যারা ফরিদপুরকে নৌকা শুন্য’র ষড়যন্ত্র করছে, তাদের বিচার ফরিদপুরের জনগন একদিন করবে।
তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে করার স্বার্থে নেতাকর্মীরা যেন নির্বাচনি আচরণবিধি ভঙ্গ না করেন, সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতা থেকে বিরত থাকার বিশেষ অনুরোধ রইলো। যদি কেউ আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতা জড়িয়ে পরেন তাহলে তার দায়ভার ব্যক্তির একান্তই নিজের, আইন তার নিজস্ব গতিতেই চলবে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও নৌকার মনোনিত প্রার্থী তার আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার দায়ভার গ্রহণ করবে না।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস উপলক্ষে উল্লেখিত নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিজয় র্্যালী শহরের হাসিবুল হাসান লাবলু সড়কস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মূখ হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আরম্ভস্থলে শেষ হয়।
প্রিন্ট