দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার উপলক্ষ্যে ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক সাংসদ আওয়ামীলীগ সভাপতি মন্ডলির সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান এর ঢাকা-খুলনা মহা সড়কের ফরিদপুর আখচাষী কল্যান সংস্থার ভবন চত্বরে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
১৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকুর সঞ্চালনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন ও বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মাহমুদা বেগম কৃক।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হামিদুর রহমান,হাজী আঃ সালাম মিয়া, যুগ্মসাধারন সম্পাদক এ্যাড.আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা সেচ্চাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, ওয়ার্কর্সা পাটি নেতা মনোজ সাহা, আবু সাঈদ মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক আঃ রাজ্জাক রাজা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাজী সুরাইয়া সালীমসহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারন সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা পরবর্তী দোয়ার অনুষ্ঠান পরিচালন করেন উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
প্রিন্ট