দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বহাল হওয়ায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে শামীম হকের সমর্থনে নেতা কর্মীরা নৌকার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
এ ব্যাপারে বেশ কয়েকজন নেতৃবৃন্দ জানান, জননেতা শামীম হক নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।
এ সময় অনেকে খুশিতে আত্মহারা হন। এ ব্যাপারে বেশ কয়েকজন নেতাকর্মী জানান, আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে শামীম হক কে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।
- আরও পড়ুনঃ সদরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
এদিকে শামীম হকের মনোনয়ন বৈধ হওয়ায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তরঙ্গ সংগঠনের উদ্যোগে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
প্রিন্ট