ফরিদপুরের সদরপুরে পুকুরে পড়ে হাফিজা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের প্রবাসী মোঃ সেলিম মাতুব্বরের কন্যা। আজ সোমবার (১৮ ডিসেম্বর) উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, হাফিজা বাড়ির পাশের পুকুর পাড়ে অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিল, খেলার এক পর্যায়ে সে পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্বজনেরা হাফিজাকে উদ্ধার করে এবং এমবুলেন্স যোগে দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে (হাফিজা) মারা যায়।
পারিবারিকসূত্রে জানা যায়, রামচন্দ্রপুর কবরস্থানে নিহত হাফিজাকে দাফন করা হবে। প্রবাসী মোঃ সেলিম মাতুব্বরের দুই কন্যা সন্তানের মধ্যে হাফিজা আক্তার ছোট।
প্রিন্ট