সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম ধাপের এ অবরোধ কর্মসূচী সফল করতে দৌলতপুর বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে।
বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার তারাগুনিয়া বাজার থেকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের থানামোড় পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেয় দৌলতপুর বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
মিছিল থেকে অবরোধের সমর্থন জানিয়ে এবং বিএনপি দলীয় সাবেক এমপি ও দৌলতপুর বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার মুক্তির দাবী জানিয়ে স্লোগান দেওয়া হয়।
দৌলতপুর বিএনপি’র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ও শামীম মোল্লা এবং দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেয় দৌলতপুর বিএনপি ও ছাত্রদলের শতাধিক নেতা কর্মী।
প্রিন্ট