আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাগুরায় বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন মাগুরা-১ ও মাগুরা-২ আসনে (ডাব প্রতীক) মনোনয়ন পত্র জমা দিলেন মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
মঙ্গলবার ২৮ নভেম্বর বেলা ১০.৫৩ টার সময় মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ সংসদীয় আসন ৯১ ও ৯২ এর হাতে বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন মনোনয়ন ফাইল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার সভাপতি শ্রী শতদল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাচ্চু চোপদার, শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্র কংগ্রেসের আহবায়ক মোঃ কাজল ইসলাম, জাকারিয়া ইসলাম সহ প্রমুখ।
বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন জানান, সারা বাংলাদেশে ৩০০ টি আসনে মনোনয়ন জমা দিবে বাংলাদেশ কংগ্রেস। তিনি আরও জানান, কোন দল কোন দিকে যাচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা নির্বাচন কমিশনারের সাথে সংলাপ হয়েছে, নির্বাচন কমিশনার আমাদের আস্বস্ত করেছেন যে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিবো। এই কথা যদি আমরা প্রতারণার স্বীকার না হই তাহলে সঠিক থাকে, তাহলে সেই অঙ্গীকার আমরা এখানে নির্বাচন করবো বলে আমার দল থেকে সারা বাংলাদেশে প্রার্থী দেওয়া হচ্ছে।
মাগুরা মাটির সাথে থাকার কারণে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে নমিনেশন পেপার জমা দিলাম বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে।
প্রধান বিরোধী দল বিএনপি প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, নির্বাচন আসলে অংশ গ্রহণ করার দরকার এবং মারামারি-হানাহানি বাদ দিয়ে, যেহেতু আমাদের দলের মূলনীতি বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুষ্ঠু ধারার রাজনীতি। হানাহানি পরিহার করে নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাবো, সেক্ষেত্রে নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং সঠিক হয় এবং নিরপেক্ষ হয় সেটার জন্য কাজ করে যাওয়া।
- আরও পড়ুনঃ নৌকার বিপক্ষে লড়বেন নৌকাবঞ্চিতরা
নির্বাচন কমিশন প্রচার ব্যাপ্তায় ঘটায় তাহলে আমাদের নির্বাচন প্রত্যাহার ও প্রতিবাদ করার সুযোগ আছে। মিডিয়ার মাধ্যমে অন্যায় ও অনিয়ম হলে আমরাও সে পথ বেছে নিতে বাধ্য হবো। আমরা যেহেতু নতুন দল আমাদের মার্কা পরিচিতির দরকার সে কারণেই আমরা নির্বাচনে আসছি। বাংলাদেশ কংগ্রেসের প্রয়োজন বোধ করেই আমরা নির্বাচনে অংশ গ্রহণ করছি।
প্রিন্ট