চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে সাব্বির হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দোষিমনি কাঁঠাল গ্রামের তোহরুল ইসলামের ছেলে। এবং একই গ্রামের শাহিনের মেয়ে সাহিদা (১১) ও মতিউর রহমানের মেয়ে রিতা (৭) নামে অপর দুইজন শিশুকন্যা আহত হয়েছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানায়, শনিবার বিকেলে নিহত সাব্বিরের ভাই হিমেল তাঁর চাচা মনিরুল ইসলামের ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে ৬/৭ জন শিশু একই সঙ্গে বাসার পাশের রাস্তায় অটোভ্যান চালাচ্ছিল । খেলা করার এক পর্যায়ে অটোভ্যানটি রাস্তায় পড়ে উল্টে যায়। ওই সময় ভ্যানের নিচে পড়ে সাব্বির, রিতা ও সাহিদা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের তিনজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
এছাড়া শিশু রিতাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে দেন এবং আহত সাহিদাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওসি আরো জানান, ঘটনাটি আমি শুনেছি এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট