আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঢাকার কয়েকটি আসন ও ফরিদপুরের দুটো আসনে প্রার্থী পরিবর্তন করছে। দলটির মনোনয়ন বোর্ডের বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে।
শুক্রবার (২৪ নভেম্বর) ছিল মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিনের বৈঠক। এদিন খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ৮১টি আসনে নৌকার প্রার্থী নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত করা হয়েছে ঢাকা বিভাগের কিছু আসনের প্রার্থী।
ঢাকার একটি আসনে ব্যবসায়ীকে বাদ দিয়ে একজন চলচ্চিত্র অভিনেতাকে, আরেকটি আসনে বাবার (আইনি কারণে) পরিবর্তে ছেলেকে আনা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি আসনে বর্তমান সংসদ সদস্যকে বাদ দিয়ে সাবেক (দশম) সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফরিদপুরে একটি আসনে সাবেক সংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আরেকটি আসনে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে।
ঢাকায় জাতীয় পার্টির একটি আসনে একজন সাবেক মেয়রকে মনোনয়ন দেওয়া হয়েছে। আরেকটি আসনে দলীয় এক যুগ্ম সাধারণ সম্পাদককে মনোনয়ন দেওয়া হতে পারে। এক্ষেত্রে জোটের প্রার্থীকে নিজ এলাকা বরিশাল অঞ্চলে দেওয়া হতে পারে। গত নির্বাচনেও ওই আসনটি জোটকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।