সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি গতিশীল করতে বিভিন্ন ওয়ার্ডে সমাবেশ ও সম্মেলন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন আব্দুল মতিন মিঞা।
সম্মেলনে কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী আল মনসুর, সহ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমীর হুসাইন সাইফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের সভাপতি জামাল খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়েম আল মাহমুদ, প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে কর্মীদের প্রত্যক্ষ ভোটে তৈয়ব আলী সভাপতি, মেজবাহ উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, সাইদুল হক সাধারণ সম্পাদক, জুলহাস শেখ সহ সাধারণ সম্পাদক ও ইলিয়াস মোল্লা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
প্রিন্ট